জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা (Child)। শ্বাসযন্ত্রেও সংক্রমণ দেখা যাচ্ছে। যার প্রধান কারণ অ্যাডিনোভাইরাস (Adenovirus)। এর জেরে শিশুরোগীর ভিড় উপচে পড়ছে কলকাতা ও জেলার সরকারি বেসরকারি হাসপাতাল গুলিতে।
কী করে বুঝবেন যে শিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছে?
আক্রান্ত হওয়ার দু'দিন থেকে দু'সপ্তাহ পর্যন্ত শরীরের মধ্যেই ভাইরাস বাসা বেঁধে থাকে। যা ক্ষতি করে মূত্রনালী, স্নায়ুতন্ত্র, চোখ এবং অন্ত্রে। কাজেই জ্বর হলে তা হালকা ভাবে নেওয়া যাবে না।
শুধু শিশু নয়। বড়দেরও সর্দি-কাশি, জ্বর কিংবা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই ভাইরাসের প্রকোপে জ্বর ক্রমে বাড়তে থাকে। নাক দিয়ে কাঁচা জল পড়ার সমস্যাও দেখা যায়।
আরও পড়ুন - কলকাতায় ফের অ্যাডিনো ভাইরাসের দাপট, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত শিশুরা
অনেক ক্ষেত্রে বমি, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ার সমস্যাও দেখা যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হলে যখন জ্বর বাড়তে শুরু করলে খুব বেশি পরিমাণে জ্বর বেড়ে যায়।