ফের চিনে মাথাচাড়া দিয়েছে কোভিড ১৯, করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতির বিএফ.৭ ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারতেও। এই ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুঝবেন কী ভাবে আপনি এই রোগে আক্রান্ত কি না? রইল বিএফ.৭ ভাইরাসের উপসর্গ।
এই ভ্যারিয়েন্টে শ্বাসনালীর উপর অংশ আক্রান্ত হয়, এরফলে বুকে কণ্ঠনালীতে কফ জমে। সাধারণ কোভিডের মতো জ্বর, গলা ব্যথা, কাশি হতে পারে। কারও কারও দেখা দিচ্ছে পেটের সমস্যাও। ঠান্ডা লেগেছে ভেবে কেউ এই জ্বর সর্দি উপেক্ষা করলেই বিপদ।
Santragachi Bridge: খুলে গেল সাঁতরাগাছি সেতু, বড়দিনের আগেই ভোগান্তির অবসান নিত্যযাত্রীদের
উল্লেখ্য, করোনা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে রাজ্যগুলিকে ইতিমধ্যে চিঠি দিয়েছে কেন্দ্র। দেশে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গবেষকরা জানাচ্ছেন, bf 7 ভ্যারিয়ান্ট আরটিপিসিআর পরীক্ষাতেও শনাক্ত করা সম্ভব হয় না। ফলে টিকা না নেওয়া থাকলে অথবা কোমর্বিডিটি থাকলে সংক্রমণের আশঙ্কা বেশি।