আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ। পালাতে গিয়ে অভিযুক্তকে ধরে ফেলেন বাসযাত্রীরা। ইতিমধ্যেই অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই মহিলা রুবি থেকে বাসে উঠেছিলেন। গন্তব্য ছিল ফুলবাগান। চলন্ত বাসে ওই যাত্রী বুঝতে পারেন তাঁর সঙ্গে কেউ অশালীন আচরণের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন তিনি।
এরপরেই অভিযুক্ত যুবক বাস থেকে পালানোর চেষ্টা করে। তাকে হাতেনাতে ধরে ফেলেন বাসযাত্রীরা। মারধর করা হয়। রুবি মোড়ের কর্তব্যরত ট্রাফিক পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর ওই তরুণী আর অভিযুক্তকে নিয়ে কসবা থানায় পৌঁছয় পুলিশ।