বকেয়া সম্পত্তি কর আদায়ে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation )। বেসরকারি সম্পত্তির পাশাপাশি সরকারি সম্পত্তির বকেয়া কর (Property Tax) আদায়ে কোমর বেঁধে নামছে পুরসভা । সরকারি সম্পত্তিগুলিকে কড়া চিঠি পাঠাচ্ছে পুরকর্তৃপক্ষ । অন্যদিকে, কর আদায়ের জন্য সম্পত্তি কর দফতরের আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । বাড়ি বাড়ি যাবেন পুর কর্তারা । সম্প্রতি, পুর কমিশনার বিনোদ কুমার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন ।
সেক্ষেত্রে, এক কোটি টাকার উপরে যাদের বকেয়া কর রয়েছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন চিফ ম্যানেজররা । ২৫ লক্ষ টাকা থেকে এক কোটি টাকার ক্ষেত্রে, বাড়ি বাড়ি যাবেন অ্যাসেসর কালেক্টররা । বকেয়া সম্পত্তির কোনও আইনি সমস্যা থাকতে তা দ্রুত সমাধান করতে বলা হয়েছে ।
আরও পড়ুন, Mamata Banerjee On KLO : সাহস থাকলে তাঁর বুকে বন্দুক ঠেকাক, আলিপুরদুয়ারে জীবনকে জবাব মমতার
সম্পত্তি কর বিভাগের তথ্য অনুযায়ী,পুরসভার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বকেয়া সম্পত্তি কর রয়েছে । বেশিরভাগ উত্তর কলকাতায় । দক্ষিণ কলকাতায় এক কোটি টাকার উপর কর বকেয়া রয়েছে এরকম সম্পত্তির সংখ্যা প্রায় ২০০টি । এছাড়া বাইপাসে দু’টি পাঁচতারা হোটেলের কয়েক কোটি টাকা কর বকেয়া রয়েছে । এছাড়া, বছরের পর বছর কর ফাঁকি দেওয়ার জন্য দক্ষিণ কলকাতার একটি রেস্টুরেন্টকে নিলাম করার প্রক্রিয়া শুরু করতে চলেছে পুরসভা ।
রাজ্য সরকারের সম্পত্তি কর বকেয়া পরিমাণ ৪০০ কোটি টাকার কাছাকাছি । এর মধ্যে পূর্ত দফতরের বকেয়া করের পরিমাণ সব থেকে বেশি । কর ফাঁকি দেওয়ার তালিকায় সবার উপরে পূর্ত দফতর । এছাড়া কেএমডিএ, আবাসন-সহ শহরে রাজ্য সরকারের যত ভবন রয়েছে,তারা কেউ নিয়মিত কর দিচ্ছে না বলে পূর্ত দফতর সূত্রে খবর ।