প্রত্যাশামতোই চতুর্থীতে প্রবল জনজোয়ারে ভাসল মহানগর। রাস্তায় কাতারে কাতারে মানুষের ঢল। যেদিকে চোখ পড়ে শুধু কালো কালো মাথা। ২০২২ সালের দুর্গোৎসবের মেজাজ ধরা পড়ছে শহরের প্রায় প্রতিটি প্যান্ডেলেই। গত ২ বছর তেমনভাবে দুর্গাপুজোর আনন্দ উপভোগ না করতে পারা সাধারণ মানুষ যেন এই বছরের পুজোর প্রতিটি মুহূর্তের আনন্দ চেটেপুটে উপভোগ করতে চান। তার জন্য কোনও সুযোগই ছাড়ছেন না তাঁরা। আজ থেকেই পথে থাকছে কলকাতা পুলিশের গোটা বাহিনী। জনজোয়ার সামলানোর সঙ্গেই ট্রাফিক মোকাবিলায় নজর। পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করেই পদক্ষেপ।
মহালয়ার দিন থেকেই বিভিন্ন প্যান্ডলে ভিড় করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। শহরের বড় বড় পুজো কমিটিও দর্শনার্থী টানতে চেষ্টায় কোনও খামতি রাখছে না। কোথাও ভ্যাটিক্যান সিটি-র আদলে তৈরি হয়েছে প্যান্ডেল, কোথাও আবার রাজস্থানের আস্ত শিশমহলই গড়ে তোলা হয়েছে।
উল্লেখ্য, এ বারের পুজোয় বাড়তি পাওনা হল, বাংলার পুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তি। বাংলার পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।