বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা নিয়ে কেন্দ্রের থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। ক্ষেতমজুর কমিটি এবিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল। তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করেছে।
মঙ্গলবার মামলার শুনানির সময় রাজ্যের তরফে বলা হয়, ২০২১ সাল থেকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তার পাল্টা অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, এই প্রকল্পের টাকা লুঠ করা হয়েছে। ভুয়ো জব কার্ড তৈরি করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে।
শুনানি শেষে, কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কী কারণে রাজ্যের ১০০ দিনের টাকা বন্ধ করে রাখা হয়েছে তা ওই রিপোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছ।