রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন বাংলায় বিরোধী দলগুলির কর্মিসভা ও বৈঠকে বাধা দিচ্ছে প্রশাসন। হাই কোর্টের কাছে তিনি তাঁর আবেদনে বলেছিলেন, এমন গাইডলাইন তৈরি করা হোক যাতে বিরোধীরা বিনা বাধায় তাদের রাজনৈতিক কাজকর্ম করতে পারে। যদিও শনিবার আদালত তার রায়ে জানিয়েছে এমন গাইডলাইন তৈরিতে তাদের সায় নেই।
শুভেন্দু সহ রাজ্যের অনেক বিরোধী দলের নেতাই অভিযোগ করেছেন তাঁদের দলীয় কর্মসূচিতে প্রশাসন নানা অজুহাতে বাধা দিচ্ছে। আদালতে মামলার শুনানিতে শুভেন্দুর আইনজীবী বলেন, বিরোধীরা যেখানেই সভা বা বৈঠক করার উদ্যোগ নিচ্ছেন সেখানেই প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৫ জুন নদিয়ার নাকাশিপাড়ায় শুভেন্দু সভা করতে গিয়েছিলে। সেখানে তাঁকে প্রশাসনের তরফে আটকে দেওয়া হয়।
Amarnath update:অমরনাথে উদ্ধারকাজে স্নিফার ডগ ও রেডার, আরও মৃত্যুর আশঙ্কা
শুভেন্দুর মামলার শুনানি হয় হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল হাই কোর্ট। শনিবার আদালত তার রায়ে জানায় শুভেন্দুর প্রস্তাবিত গাইডলাইনে তাদের সায় নেই। তবে একইসঙ্গে রাজ্য প্রশাসনকে আদালত পরামর্শ দিয়েছে, যেন পর্যাপ্ত কারণ থাকলে তবে কোনও এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।