তাঁর দেওয়া রায়ে স্থগিতাদেশ দিচ্ছে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চ। এর প্রেক্ষিতে 'কাদের সুবিধা দিতে সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে ডিভিশন বেঞ্চ?' প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court judge) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ (Division Bnech) সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। এবার এই মামলায় সরাসরি দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: বিজেপির রিপোর্ট তদন্ত প্রভাবিত করছে, রামপুরহাট কাণ্ডে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
কার্যত নজিরবিহীন প্রশ্ন তুলেছেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টার সম্পত্তির হিসেব চেয়েছিলেন তিনি। বুধবার সেই মামলার শুনানি চলাকালীনই এই প্রশ্ন তোলেন বিচারপতি।
প্রসঙ্গত, গত মাস খানেকের মধ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে তাঁর দেওয়া অন্তত চারটি সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।