কসবার ছাত্র মৃত্যুর ঘটনায় এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, ওই স্কুলের সিসিটিভি ফুটেজ এবং তার হার্ডডিস্ক বাজেয়াপ্ত করতে হবে। একই সঙ্গে ছাত্রের ময়নাতদন্তের রিপোর্ট মেডিক্য়াল বোর্ডের সামনে পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর কসবা রথতলা এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল শেখ শান নামে এক পড়ুয়ার। ঘটনার পরেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের বাবা।
কসবা রথতলা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। পরিবারের তরফে জানানো হয়েছিল, মৃত ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করে স্কুলের পিন্সিপ্যাল জানিয়েছিলেন, মৃত পড়ুয়াকে হেনস্থা করা হয়নি।
Read More- কসবায় ছাত্র মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের, স্কুলে শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা
যদিও এরপরেই কসবা থানায় খুনের মামলা রুজু করা হয়েছিল। প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ৩০২ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের করা করেছিলেন মৃতের পরিবারের সদস্যরা।