জনসমাগম ও বই বিক্রির নিরিখে এবার সব রেকর্ড ভেঙে দিল কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair) । গত ৪৫ বছরেও এমনটা হয়নি । পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, বইমেলা শেষের আগেই ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে । শেষদিনেও প্রচুর মানুষের ভিড় হয়েছিল । সেক্ষেত্রে, বই বিক্রি ২৫ কোটি ছাড়াতে পারে বলে অনুমান উদ্যোক্তাদের । সবথেকে উল্লেখযোগ্য বিষয় এবছর বেস্ট সেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা বইগুলি ।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবার বইমেলায় দুই সপ্তাহে প্রায় ২৩ লক্ষ মানুষ এসেছেন । দে’জ পাবলিশিং (Dey's Publishing), দেব সাহিত্য কুটির-সহ বড় বড় স্টলগুলি থেকে ভালই বিক্রি হয়েছে । সবথেকে বেশি বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি । এবার বইমেলায় মমতার ১২টি বই প্রকাশিত হয়েছে । এবার মূলত, বিধানসভা নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে লেখা বইগুলি আকর্ষণের কেন্দ্রে ছিল ।
এছাড়া, নবীন লেখকদের বইও ভাল বিক্রি হয়েছে । আর বরাবরের মতো বড় ও পুরানো সাহিত্যিকদেয় বইও প্রচুর বিক্রি হয়েছে । আঞ্চলিক বড় স্টল হিসাবে পুরস্কৃত করা হয় অনুষ্টুপকে । আগামী বছর সল্টলেকের করুণাময়ীতেই বইমেলা অনুষ্ঠিত হবে । পরের বারের থিম কান্ট্রি হবে স্পেন ।