বইপ্রেমীদের জন্য সুখবর । আগামী বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ ঘোষণা করে দিল গিল্ড । বুধবার, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ৪৬ তম আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে । প্রায় ১২ দিন ধরে চলবে । বইমেলা শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি ।
বইমেলার উদ্বোধন হবে ৩০ জানুয়ারি । এবছরও সেন্ট্রাল পার্কেই বইমেলা অনুষ্ঠিত হবে । গিল্ডের তরফে জানানো হয়েছে,স্টল বসানোর জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে বুধবার থেকেই । ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে বলে জানা গিয়েছে । গিল্ডের তরফে ঘোষণা হতেই বইমেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতারা ।
করোনার জন্য একবছর বইমেলা হয়নি । আর গত বছর করোনার জন্য় কিছুটা পিছিয়ে গিয়েছিল বইমেলা । সেইসঙ্গে মানতে হয়েছিল কড়া বিধিনিষেধ । তবে এবছর করোনার বাড়বাড়ন্ত আর নেই । মাস্ক ছাড়াই চলাফেরা করছেন অনেকে । তাই এবার আর কোনও বিধিনিষেধ থাকছে না বইমেলায় । আর বিধি নিষেধ না থাকায় বইমেলায় বইপ্রেমীদের ভিড় বাড়বে বলে আশা করছেন বই বিক্রেতারা । শুধু রাজ্য নয়, এবছর বইমেলায় বিদেশিদেরও ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে ।