মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঘোষণার পর প্রায় প্রায় ২০-২৫% পর্যন্ত সস্তা হল মুরগির মাংস(Chicken)। শুধু তাই নয়, কিছুটা সস্তা হয়েছে টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশিরভাগ শাকসব্জি। তবে এখনও আগুন ঝরাচ্ছে আলু, কাঁচালঙ্কা বা পাতিলেবুর মতো নিত্যপ্রয়োজনীয় সব্জি।
জ্যোতি আলু(Jyoti Potato) খুচরো বিকোচ্ছে ১৮ টাকা প্রতি কিলো দরে। পাইকারি বাজারে আবার তার দর প্রতি কিলো ১৪-১৬ টাকা। চন্দ্রমুখী আলু খুচরো ২০-২২ টাকা কিলো দরে বেচা হলেও পাইকারি বাজারে দর প্রতি কিলো ১৬-১৮ টাকা। খুচরো বাজারে পেঁয়াজ প্রতি কিলো ২০-৩০ টাকা। পাইকারি বাজারে পেঁয়াজের দর প্রতি কিলো ১৬-১৮ টাকা। খুচরো বাজারে আদা প্রতি কিলো ৮০-১০০ টাকা। কাঁচালঙ্কা প্রতি কিলো ১২০-১৫০ টাকা।
আরও পড়ুন- West Bengal Weather Update: উত্তরে ঝড়জল, দক্ষিণেও বৃষ্টিপাতের সম্ভবনা বেশ কিছু জেলায়
অন্যদিকে, সব্জির দামেও ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ(Common People)। কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, লাউ প্রতি কিলো ৩০-৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা কিলো, বাঁধাকপি ৩০ টাকা কিলো, ফুলকপি ২৫-৩০ টাকা জোড়া, শসা ৫০ টাকা কিলো, ধনেপাতা ১২০ টাকা কিলো, চিচিঙ্গে ৫০ টাকা প্রতি কিলো বিকোচ্ছে খুচরো বাজারে। এছাড়া মুলো ৩০-৪৫ টাকা কিলো, ডাঁটি কচু ২০-৩০ টাকা কিলো, গাজর প্রতি কিলো ৩০-৪০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৪০ টাকা, টমেটো প্রতি কিলো ৪০ টাকা, লাউশাক ১০ টাকা আঁটিতে নিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
পাশাপাশি মাছের বাজারেও(Fish Market) দাম খুব একটা হেরফের হয়নি। গোটা রুই প্রতি কেজি ১২০-১৪০ টাকা, কাটা রুই প্রতি কেজি ১৫০-১৮০ টাকা, গোটা কাতলা প্রতি কেজি ২০০-২২০ টাকা, কাটা কাতলা প্রতি কেজি ২৫০-৩৫০ টাকা, ভেটকি মাছ প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা দামে বিকোচ্ছে বাজারে। এছাড়া, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৫০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১০০-১২০ টাকা, ট্যাংরা মাছ ১৫০-২০০ টাকা কেজি, মৌরোলা ৩০০-৩৫০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫৫০-৬০০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৬০০-৭০০ টাকা।
গোটা মুরগি(Chicken) প্রতি কেজি ১১৫-১৩০ টাকা, মুরগির মাংস প্রতি কেজি ১৫৫-১৭৫ টাকায় কিনতে হচ্ছে মানুষকে। পাঁঠা বা খাসির মাংস(Mutton) প্রতি কেজি ৬২০-৭০০ টাকায় বিকোচ্ছে বাজারে।