তিলোত্তমায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের সমস্যা নতুন কিছু নয়। বেআইনি ভাবে মর্জিমাফিক গাড়ি রাখার জেরে বেজায় সমস্যায় পড়তে হয় পথচারীদের। ব্যস্ত রাস্তায় গাড়ি পার্কিংয়ের হিরিকের জেরে তৈরী হয় যানজট, কিছু সময় অ্যাম্বুলেন্সও বেরোতেও সমস্যা হয়. এই অভিযোগ কানে পৌঁছাতেই কড়া ব্যবস্থার কথা ঘোষণা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। মেয়র জানান,’ পুরনিগমকে বলেছি গাড়ি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। অনেকদিন গাড়ি পড়ে থাকে। তলায় নোংরা জমে। আগে শুধু থানার সামনে এমন পড়়ে থাকত। এখন অনেক রাস্তাতেই এভাবে পড়়ে থাকে। কখনও চার-পাঁচ দিন, কোথাও আবার আরও বেশি দিন।”
এলাকা ধরে ধরে ফিরহাদ জানিয়ে দেন কোথায় কোথায় এই সমস্যা সবচেয়ে বেশি। ভবানীপুর, আলিপুর ,খিদিরপুর এলাকার কথা উল্লেখ করে তিনি জানান বিআইনি গাড়ি পার্কিং দেখলেই এবার ‘কার টোয়িং’ এর ব্যবস্থা করা হবে, পাশাপাশি শহরের বায়ুদূষণের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।