মেট্রো যাত্রীদের জন্য সুখবর । এবার টিকিট কাটার ক্ষেত্রে খুচরোর সমস্যা মিটতে চলেছে । জানা গিয়েছে, ইউপিআইয়ের (UPI) মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছে মেট্রো কর্তৃপক্ষ । আর এই উদ্যোগের ফলে উপকৃত হবেন বহু যাত্রী । সেইসঙ্গে নিত্যদিনের খুচরো ঝঞ্ঝাটও মিটবে ।
জানা গিয়েছে, প্রথমে ইউপিআই ব্যবস্থা চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে অর্থাৎ গ্রিন লাইনে । এরপর একে একে ব্লু, পার্পল এবং অরেঞ্জ লাইনেও নিয়ে আসা হবে ইউপিআই সিস্টেম । জানা গিয়েছে, ইউপিআই চালু করতে মেট্রোকে সাহায্য করছে স্টেট ব্যাঙ্ক এবং সিআরআইএস ।
ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটবেন কীভাবে ?
টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে গন্তব্যস্থান বলতে হবে । তারপর 'ডুয়েল' ডিসপ্লে বোর্ডে একটা কিউআর কোড আসবে । সেটা স্ক্যান করে টিকিটের মূল্য দিতে হবে । একইভাবে স্মার্ট কার্ডও রিচার্জ করা যাবে ।