করোনা (Corona) আবহে মানুষকে এবার সচেতন করতে হাজির উত্তমকুমার (Uttam Kumar) । সঙ্গী আবার সন্তোষ দত্ত (Santosh Dutta) । দুজনের মুখেই মাস্ক । মেট্রো (Metro) ভ্রমণের আগে যাত্রীদের মনে করিয়ে দিচ্ছেন, মাস্ক না পরলে মেট্রোতেও জায়গা হবে না তাঁদের । কী, অবাক হচ্ছেন ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক ।
করোনা সচেতনতায় এক অভিনব উদ্যোগ নিয়েছে মেট্রো রেল (Metro Rail) কর্তৃপক্ষ । এর আগে যাত্রীদের সচেতন করতে একাধিক পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ । কিন্তু তাতেও হুঁশ ফেরেনি মানুষের । তাই এবার মেট্রোর তরফে প্রচারে নিয়ে আসা হয়েছে উত্তমকুমারকে । আসলে, ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার একটি দৃশ্যকে মিম বানিয়ে মেট্রোর তরফে প্রচার চালানো হচ্ছে । যেখানে, অবলাকান্তকে (সন্তোষ দত্ত) উত্তম কুমার বলছেন, “বুঝলে বাবু অবলাকান্ত, যারা মাস্ক পরে না তারা মেট্রোয় চড়ে না ।”
আরও পড়ুন, Kolkata Metro: শেষ মেট্রোর সময় এগোল আধ ঘণ্টা, আপাতত ভরসা স্মার্ট কার্ড, বন্ধ টোকেন পরিষেবা
এই দৃশ্য যেমন হাস্যরস তৈরি করছে, তেমনি মানুষকে সচেতন করতেও সাহায্য করবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ । মেট্রো স্টেশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে ।