চলতি বছরেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। বুধবার ট্রায়াল রানের প্রস্তুতিপর্বের পরেই এমনটা জানাল কলকাতা মেট্রো।
মেট্রোর কর্তা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই যাত্রীদের নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। অর্থাৎ ইংরেজি নতুন বছরের আগেই নয়া উপহার পাবেন শহরবাসী । মেট্রো চালু হলে আপাতত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন অবধি তা চালানো হবে।
বুধবার সকাল ১১টা ৫২ মিনিটে প্রথম রেকটি গঙ্গার নীচ থেকে হাওড়া ময়দানে এসে পৌঁছয়। কিছু সময় পরেই দ্বিতীয় রেকটিও চলে আসে। আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে রেক দু'টি। সব রকম পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর ওখান থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাবে।