ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো । সেই সাফল্যকে উদযাপন করতে, স্মরণীয় করে রাখতে , বিশেষ কয়েন প্রকাশ করল কলকাতা টাকশাল । ষষ্ঠীর দুইদিন আগে বিশেষ কয়েনটি সামনে নিয়ে আসা হয় । যে কয়েনে চার ছেলে-মেয়েকে নিয়ে রয়েছেন দুর্গা । যে কেউ এই কয়েন সংগ্রহ করতে পারেন । তবে তার জন্য কত মূল্য দিতে হবে জানেন ?
জানা গিয়েছে, যে কোনও ব্যক্তি কয়েনটি কিনতে পারেন । তার জন্য খরচ করতে হবে ১ হাজার ২৩৫ টাকা । যদিও ফোরাম ফর দুর্গোৎসবের দাবি, তাঁরা কয়েনের বিষয়ে সবটাই শুনেছেন । তবে তাঁদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি বলে দাবি ।