বাংলায় করোনার (Coronavirus) প্রকোপ বাড়ছে । এই পরিস্থিতিতে কলকাতাবাসীকে বুস্টার ডোজ নেওয়া আবেদন জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) । একইসঙ্গে পুজোর আগে যতটা সম্ভব বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার প্রক্রিয়া সেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার (KMC) তরফ থেকে । তার জন্য এবার থেকে দুয়ারে দুয়ারে বুস্টার টিকা দেওয়া হবে । ফিরহাদ জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে ।
ফিরহাদ বলেন, ‘‘কোনও আবাসন বা বাজার কর্তৃপক্ষ যদি বুস্টার টিকার (Boster Dose Vaccination) জন্য জায়গা বরাদ্দ করেন, তা হলে কলকাতা পুরসভার তরফে শিবিরের আয়োজন করে সংশ্লিষ্ট আবাসন বা বাজারে গিয়ে বুস্টার টিকা দিয়ে আসা হবে। এ ক্ষেত্রে আবাসন বা বাজার কর্তৃপক্ষকে কোনও খরচ করতে হবে না।’’ তবে শর্ত একটাই, এসি ও ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে, এরকম কমিউনটি হল বা বাজারের ঘরেই শিবির করা যাবে । পাশাপাশি, আবেদন জানালে বয়স্কদের বাড়ি গিয়েও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি । এছাড়া, কলকাতার বাইরে থেকে আসা ব্যক্তিও টিকা নিতে পারবেন ।
আরও পড়ুন, West Bengal Covid Update: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২২৩৭ জন, মৃত্যু ৭ জনের
রাজ্যের দৈনিক সংক্রমণ এখন দুই থেকে আড়াই হাজারের উপরেই থাকছে । শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হয়েছেন ২২৩৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Covid 19 Cases) পরিসংখ্যান অনুযায়ী,একদিনে প্রাণ হারিয়েছেন ৭ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়েছে হয়েছে ১৪.৪১ শতাংশ।