অস্কারের মঞ্চে অভিনেতা উইল স্মিথের (Will Smith) সঞ্চালককে কষিয়ে চড় মারার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে । এই নিয়ে ইতিমধ্যেই নানা জায়গায় সমালোচনা শুরু হয়ে গিয়েছে । এবার এই ঘটনাকে কাজে লাগিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ (Kolkata Police) ।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি মিম (Meme) পোস্ট করেছে কলকাতা পুলিশ । সেখানে দ্রুত লোন পাইয়ে দেওয়ার মতো অনলাইন অ্যাপ (Online App) নিয়ে সতর্ক করা হয়েছে । মিম-এ দেখা যাচ্ছে, সেই চড় মারার দৃশ্য । সেখানে সঞ্চালক ক্রিস রককে তুলনা করা হয়েছে অনলাইন অ্যাপের সঙ্গে , যেগুলি খুব সহজে এবং দ্রুত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জালিয়াতি করে । অন্যদিকে, স্মিথকে দেখানো হয়েছে সাধারণ নাগরিক হিসাবে । এরকম ধরনের জালিয়াতির মুখোমুখি হলে কীভাবে তার জবাব দিতে হবে সেই বার্তাই দিয়েছে কলকাতা পুলিশ ।
ব্যাঙ্ক জালিয়াতি, অনলাইন প্রতারণার মতো দুর্নীতি হোক কিংবা মাস্ক পরা- এই বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করতে আগেও এইধরনের অভিনব পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ । তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা ।