মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁর পদত্যাগের জন্য তাঁকেই স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা। সূত্রের খবর, এরপরেই নবান্নে পৌঁছন বিনীত গোয়েল। যদিও কী কারণে তিনি নবান্নে গিয়েছিলেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। আর এরপরেই জল্পনা উঠছে তাহলে কি পদত্যাগ করবেন কলকাতা পুলিশ কমিশনার?
বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়ালে প্রকাশ, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ নবান্নে পৌঁছন তিনি। যদিও সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়েছে কিনা স্পষ্ট জানা যায়নি। তবে স্বরাষ্ট্রসচিব নন্দীনি চক্রবর্তীর সঙ্গে দেখা হয়েছে তাঁর।
এদিকে নবান্নে যাওয়ার পরেই জল্পনা শুরু হয়েছে বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে। একাংশের মত, আন্দোলনরত চিকিৎসকরা যে স্মারকলিপি জমা দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করতেই নবান্নে যেতে পারেন তিনি। যদিও অন্য অংশের ধারণা, কলকাতা পুলিশ কমিশনার বিভিন্ন কাজে নবান্নে যাওয়াটাই স্বাভাবিক। সেকারণে মঙ্গলবার রাতেও তিনি সেখানে গিয়েছিলেন।
তৃণমূলের ঘরোয়া আলোচনায় বিনীত গোয়েল প্রসঙ্গও উঠে আসছে বলে দ্যা ওয়ালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজ্য স্তরের এক নেতা জানিয়েছেন, কলকাতা পুলিশ কমিশনারের হাতে তাঁরই পদত্যাগের জন্য স্মারকলিপি জমা দেওয়ার বিষয়টি বেনজির। এর ফলে রাজ্যে সরকারের অন্দরে বেশ অস্বস্তি তৈরি হয়েছে।
অন্য একটি সূত্রের খবর, ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সব সিদ্ধান্ত যে বিনীত নিজেই নিচ্ছেন এমনটা নয়। নবান্নের নির্দেশও মানতে হচ্ছে তাঁকে। সেই কারণেই তিনি নবান্নে যেতে পারেন।
অন্যদিকে বৃহস্পতিবার RG কর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগেই বুধবার অর্থাৎ আজ নবান্ন কোনও বড় সিদ্ধান্ত নেয় কিনা সেটাই এখন দেখার।