বাড়ির পাশে আমগাছে ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মীর। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-১ ব্লকের বাহারাল পঞ্চায়েতে বাখরা গ্রামে। মৃত পুলিশকর্মীর নাম যতনকুমার রায়। বয়স ৫২। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় (WB News) এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, ২০০০ সালে কলকাতা পুলিশে চাকরি পান যতনকুমার। বর্তমানে এক আইপিএস অফিসারের গাড়ি চালাতেন তিনি। তাঁর পরিবারে স্ত্রী ছাড়া এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলে ও মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সোমবারই বাড়ি ফেরেন যতনকুমার। মঙ্গলবার নাতির জন্মদিনেও যান তিনি। রাতে শুতে দেরি হয়ে যায় তাঁর। সকালে নির্দিষ্ট সময় চা খেয়ে সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরোন। ঘণ্টাদুয়েক পর আমগাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: জুন মালিয়ার কাছে ক্ষমা চাইতে হবে শ্রীকান্ত মাহাতোকে, সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
যতনবাবুর দাদা রতন রায় জানান, "আমরা একান্নবর্তী পরিবার। ও ২২ বছর ধরে কলকাতা পুলিশে গাড়িচালকের কাজ করছে। লালবাজারে পোস্টিং ছিল। কেন এই সিদ্ধান্ত নিল বুঝে পাচ্ছি না।" রতুয়া থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে মৃত্যুর কারণ।