রাজ্যে সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের মানুষদেরও সমান সুযোগ দেওয়া নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত সরাসরি সংরক্ষণের পথে না গেলেও কর্মক্ষেত্রে সম-সুযোগের নীতিতে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগে ছাড়পত্র দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই জায়গা থেকেই এক 'যুগান্তকারী' নিয়োগ-নীতি চালু করতে চলেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, কলকাতা পুলিশকে দিয়ে এই নিয়োগ-নীতি রূপায়ণের প্রচেষ্টা শুরু করা হচ্ছে। এরপর ধীরে ধীরে রাজ্য পুলিশেও এই নীতি রূপায়ণ করা হবে বলে জানা গিয়েছে।
বছরখানেক আগে কলকাতা হাইকোর্ট এই প্রসঙ্গে একটি রায় দিয়েছিল। সেই রায়ে হাইকোর্ট জানায়, এবার থেকে কলকাতা পুলিশে নিয়োগের দরখাস্ত করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও।
উল্লেখ্য, কর্নাটক-সহ কয়েকটি রাজ্য সরকার তাদের চাকরিতে ১% পদ তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত রাখলেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমান সুযোগ দেওয়ার উদ্দেশ্যে সরকারি চাকরিতে তাঁদের জন্য আলাদাভাবে কোনও সংরক্ষণ রাখা হচ্ছে না।
নতুন বিধিতে বলা হয়েছে, নির্দিষ্ট পদ্ধতি মেনেই লিঙ্গসূচক পরিচয়পত্রের জন্য জেলাশাসকের কাছে আবেদন করা যাবে। আবেদনের ৬০ দিনের মধ্যে যাচাই পর্বের পরে সেই পরিচয়পত্র পাবেন আবেদনকারী।