সাইবার প্রতারণা হোক কিংবা ট্রাফিক আইন মেনে চলা...একাধিক ইস্যুতে বহুদিন ধরেই মানুষকে সাবধান করতে সোশ্যাল মিডিয়ায় তৎপর হয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) । মিম (Kolkata Police Meme) বানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে চলেছেন তাঁরা । আবারও মিম বানালেন । সেখানে এবার রইল 'বসন্ত বিলাপ' সিনেমার ছোঁয়া ।
এবার কলকাতা পুলিশের মিম বানানোর উদ্দেশ্য শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা । শহরের রাস্তাঘাটে যত্রতত্র পানের পিক ফেলে নোংরা করছে সাধারণ মানুষ । আগে একাধিকবার এই বিষয়ে সতর্ক করা হলেও রাস্তায় যেখানে-সেখানে পানের পিক ফেলা বন্ধ হয়নি । তাই, মানুষকে সতর্ক করতে মিম বানিয়ে পোস্ট করেছে কলকাতা পুলিশ । সেখানে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে গিয়ে পানের পিক ফেলছেন এক ব্যক্তি । তার উপর লেখা 'বসন্ত বিলাপ'-এর বিখ্যাত গান 'ও শ্যাম যখন তখন খেলোনা খেলা অমন'। নীচে লেখা শহরটা আপনারও । অর্থাৎ এভাবে যেখানে সেখানে পানের পিক ফেলার আগে মানুষ যেন মনে রাখে এটা তাঁদের নিজের শহর, এখানেই তাঁদের বাস । তাই পরিষ্কার রাখার দায়িত্বও শহরবাসীরও ।
আরও পড়ুন, Anantnag Viral Video: ভূমিকম্পে কাঁপছে অপারেশন থিয়েটার, চিকিৎসকদের দক্ষতায় অনন্তনাগে জন্ম নিল নবাগত
কলকাতা পুলিশের পেজে এই পোস্টের পর কমেন্ট বক্স ভরে গিয়েছে । কেউ লিখেছেন, ৫০০০টাকা জরিমানা চালু করতে হবে । কেউ লিখেছেন, এসব জিনিস বন্ধ করে দেওয়া হোক । তাহলেই সমস্যা মিটে যাবে ।