RG কর কাণ্ড নিয়ে ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রায় এক হাজার জনকে চিহ্নিত করল কলকাতা পুলিশ। এবং তাঁদের প্রত্যেককেই লালবাজারে ডেকে পাঠানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদের প্রত্যেককেই হাজিরা দিতে হবে।
RG কর খুন ও ধর্ষণের ঘটনার পরেই একের পর এক ভুয়ো খবর ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, এক শ্রেণির মানুষ AI এর মাধ্যমে ভুয়ো খবর তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তা রটাচ্ছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলও একই অভিযোগ করেছিলেন। এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
এবার গুজব ছড়ানোর অভিযোগে এক হাজার জনকে চিহ্নিত করেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, তাঁরা খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য-প্রমাণ বিহীন বিভিন্ন তথ্য ছড়িয়ে দিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট, সম্ভাব্য অভিযুক্তের নাম সহ বিভিন্ন তথ্য ভাইরাল হয়েছিল। যা সম্পূর্ণ অসত্য। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেকের নামের তালিকা তৈরি করা হয়েছে।
কলকাতা পুলিশ ইতিমধ্যে ৫০ জনকে তলব করেছিল। সূত্রের খবর তাঁদের প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছিল কোথা থেকে তাঁরা তথ্য পেয়েছিলেন। যদিও তাঁদের মধ্যে অনেকেই সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে তাঁরা ক্ষমাও চেয়েছিলেন। আগামী দিনে যাঁদের ডাকা হবে তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার।