ভাঙ্গড়কান্ডের তদন্তে চেন্নাই যোগ খুঁজে পেল পুলিশ। গত দু'দিন ধরে নৌশাদ সিদ্দিকি ঘনিষ্ঠ চেন্নাইয়ের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে লালবাজার। ব্যবসায়ী শেখ শামসুর আলমের অভিযোগ, পুলিশ অযথা তাঁকে হেনস্থা করছে। এই অভিযোগেই এবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুক্রবার মামলার শুনানি হবে বলেই খবর।
আদতে ভাঙড়ের বাসিন্দা ওই ব্যবসায়ী কর্মসূত্রে থাকেন চেন্নাইয়ে। ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের দিন তিনি ওই এলাকায় ছিলেন কী না, তা জানতে তাঁর বাড়ি তল্লাশি চালায় পুলিশ। এমনকি, শুক্রবার শামসুরকে তলব করা হয় লালবাজারে।
আরও পড়ুন- Ranji trophy 2023 Final : ইডেনে রঞ্জি ফাইনালে ৬ উইকেট হারিয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে চাপে মনোজরা
চলতি বছরের ২১ জানুয়ারি আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। অভিযোগ শাসক তৃণমূল এবং আইএসএফ সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। ব্যাপক বোমাবাজিও হয় বলে অভিযোগ। শুক্রবার রাত থেকেই এলাকায় গুলি চলার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল আইএসএফ সমর্থকদের।