রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেই ঘটনার জেরে এবার রাজভবনের ভিতরের CCTV ফুটেজ চাইল কলকাতা পুলিশ। পাশাপাশি ওই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। এবিষয়ে ইন্দিরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে আগামী কয়েকদিন ধরে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হবে।
কী ঘটেছে?
গত বৃহস্পতিবার কলকাতার হেয়ারস্ট্রিট থানায় এক মহিলা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস পুরো ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন। কালিমালিপ্ত করতেই এই অভিযোগ তোলা হয়েছে।
শুক্রবার অভিযোগকারী ওই মহিলা এক টিভি চ্যালেলে দেওয়া ফোন সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজ্যপাল তাঁর সঙ্গে চাকরি নিয়ে কথা বলছিলেন । সেসময় হঠাৎই শরীরে স্পর্শ করেন রাজ্যপাল।