করোনার কারণে গত বছর শহিদ দিবস (Sahid Diwas) হয়েছিল ভার্চুয়ালি । সেক্ষেত্রে, রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম প্রকাশ্য়ে শহিদ দিবস পালন করবে তৃণমূল (TMC) । ধর্মতলায় এবার রেকর্ড ভিড়ের আশঙ্কা করা হচ্ছে । সেকথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police Tightened Security) ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সাড়ে চার হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে শহরে । শহরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ৩০ জন ডেপুটি কমিশনার (ডিসি) পদমর্যাদার আধিকারিক। পাশাপাশি থাকবেন ৭০ জন অতিরিক্ত কমিশনার (এসি), ১৫০ জন ইনস্পেক্টর-সহ ৭৫০ জন পুলিশ আধিকারিক । শহরের বাকি অংশে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন প্রায় তিন হাজার পুলিশকর্মী । হাওড়া ব্রিজ, শিয়ালদহ, কলকাতা স্টেশন, হাজরা, পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পুলিশি ব্যবস্থা থাকবে। আচমকা কোনও সমস্যার মোকাবিলার জন্য তৈরি থাকবে তিনটি কুইক রেসপন্স টিম ।
আরও পড়ুন, 21 July Tmc Meeting : ধর্মতলা ঘুরলেন পুলিশ কমিশনার, এবার আয়তনে বাড়ছে একুশের মঞ্চ
এছাড়া, সভামঞ্চের আশপাশের এলাকাকে একাধিক অঞ্চলে ভাগ করা হয়েছে এবং প্রতিটি জোনে এক জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন । পিসিআর ভ্যান এবং ফেরিঘাটে বিপর্যয় মোকাবিলা দল তো থাকবেই । এছাড়াও রাখা হবে, হাই রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড ।
উল্লেখ্য, মঙ্গলবারই ধর্মতলায় সভাস্থল ঘুরে দেখেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল । জানা গিয়েছে, এবার ধর্মতলায় তৈরি শহিদ দিবসের মঞ্চের বহর আগের তুলনায় অনেকটাই বেশি । এবার মঞ্চে প্রায় পাঁচশো জনের বসার আয়োজন করা হয়েছে ।