বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে একাধিক আত্মহত্যার অভিযোগ উঠেছে । এবার তা মোকাবিলায় রেলিংয়ের পরিবর্তে সেতুর গায়ে জাল লাগানোর প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) । আত্মহত্যার প্রবণতা ঠেকাতে এইচআরবিসি-র তরফে সেতুতে রেলিং দেওয়া হয়েছে । কিন্তু পুলিশের অভিযোগ, রেলিং-ই ঝাঁপ দেওয়ার ক্ষেত্রে সুবিধা করে দিচ্ছে । তাই, পুলিশ চাইছে, জাল দেওয়া হোক । ইতিমধ্যেই, এই বিষয়ে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি) (HRBC)-কে চিঠি দিয়ে জানিয়েছে হেস্টিংস থানা এবং বিদ্যাসাগর সেতু ট্র্যাফিক গার্ড ।
বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এইচআরবিসি । কলকাতা পুলিশের প্রস্তাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য, জাল লাগালে সেতুর উপর থেকে নদীর শোভা ম্লান হয়ে যাবে। তার থেকে পুলিশ বাড়তি নজরদারি চালাক । সেতুতে জাল লাগানোর পাশাপাশি সিসি ক্যামেরাগুলিও দ্রুত চালু করার ব্যবস্থা করতে বলা হয়েছে পুলিশের তরফে । পুলিশ সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুর উপরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে ১০টি ক্যামেরা রয়েছে, তার মধ্যে ছ’টি ক্যামেরা আমফানের পর থেকে খারাপ । আবার লরি উল্টে যাওয়ার একটি ঘটনার পর থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণের তিনটি ক্যামেরা খারাপ হয়ে গিয়েছে । এ সবের জেরে নজরদারিতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ পুলিশের ।
আরও পড়ুন, UGC Guidelines: অধ্যাপক হতে চান? NET পাশ করলেই কেল্লাফতে, লাগবে না PHD ডিগ্রি, কী জানালো UGC?
উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, প্রতি বছরই বিদ্যাসাগর সেতু থেকে সাত-আট জন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। গত ২০ দিনের মধ্যে দুটো এমন ঘটনা ঘটেছে বলে খবর । আবার অনেকে আত্মহত্যা করতে এসে পুলিশের হাতে ধরাও পড়েছেন । এমন ধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে বলে জানিয়েছে পুলিশ । তাই সমাধানের জন্য জাল লাগানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা ।