বুধবার থেকে কলকাতা-অযোধ্যা দৈনিক বিমান পরিষেবা চালু। দেশের বেশ কয়েকটি শহর থেকেই বুধবার থেকে অযোধ্যায় বিমান পরিষেবা চালু হয়েছে। আপাতদৃষ্টিতে এই সিদ্ধান্তে তেমন চমক নেই। কিন্তু রাজনৈতিক মহলের মতে, লোকসভার আগে কলকাতা-অযোধ্যা বিমান পরিষেবাকে হাতিয়ার করতে পারে বিজেপি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, উত্তর ভারতের পাশাপাশি লোকসভা ভোটের আগে বাংলাতেও 'মন্দির-হাওয়া' তুলতে চায় বিজেপি। তাই কলকাতার বিমানের প্রথম বোর্ডিং পাসটি তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে। ২০২১ বিধানসভা ভোটের আগে তাঁর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। তাই কলকাতা-অযোধ্যা উড়ানের বোর্ডিং পাস হাতে যোগীর ওই ছবি সব অর্থেই প্রতীকী।
রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার বাকি আর ৫ দিন। এর আগে বাংলার সঙ্গে অযোধ্যার যোগাযোগ বলতে মাত্র দুটি ট্রেন ছিল। দুন এক্সপ্রেস ও জম্মু-তাওয়াই এক্সপ্রেস। তাতে সময় লাগত প্রায় দেড় দিন। এই বিমান পরিষেবায় দেড় ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা।