Bamboo Toothbrush: বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ভাবনা, বাঁশ দিয়ে তৈরি টুথব্রাশ বানিয়ে তাক লাগালেন শুভজিৎ

Updated : Mar 21, 2023 10:25
|
Editorji News Desk

প্রথমে কাগজের কলম । আর এবার বাঁশের তৈরি টুথব্রাশ (Bamboo Toothbrush) বানিয়ে তাক লাগালেন কলকাতার শুভজিৎ সাহা (Suvojit Saha) । কিন্তু, বাঁশের তৈরি টুথব্রাশের সঙ্গে অনেক আগের থেকেই পরিচিত মানুষ । তাহলে শুভজিতের টুথব্রাশে নতুনত্ব কী আছে ? শুভজিৎ জানাচ্ছেন, ব্রাশের যে অংশ দাঁতে লাগে, অর্থাৎ দাঁড়াগুলিও বাঁশের তৈরি । আগে বাঁশের তৈরি টুথব্রাশে এই ব্যবস্থা ছিল না । তবে শুভজিতের টুথব্রাশের দাঁড়াগুলি সামান্য লাইলন মিশিয়ে বাঁশের ছোঁচ দিয়ে তৈরি করা হয়েছে । 

নোয়াপাড়ার বঙ্গলক্ষ্মী বাজার এলাকার বাসিন্দা শুভজিৎ সাহা । ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশনের ছাত্র তিনি । লকডাউনের সময় যখন বাবার চাকরি চলে যায়, তখনই কিছু করার তাগিতটা বাধ্যতামূলক হয়ে পড়ে । সেইসময় স্যানিটাইজারের ব্যবসা করলেও পরে কাগজের কলম তৈরি করেন । খুলে ফেলেন ‘রোহিত ইকো ফ্রেন্ডলি’ সংস্থা । এবার কাগজের কলম তৈরির পাশাপাশি তাঁর নতুন উদ্যোগ বাঁশের টুথব্রাশ । এই আবিষ্কারের পিছনে আরও একটা উদ্দেশ আছে তাঁর । শুভজিতের সংস্থায় অধিকাংশ বিশেষ ভাবে সক্ষম মানুষরাই কাজ করেন । বাজারে মাল বিক্রি করতে বেরোন তাঁরাই । শুভজিৎ বলেন , "এই কাজগুলি ঘরে বসেই করা যায়। এমনকি, যাঁকে হুঁইল চেয়ারে বসে থাকতে হয় তিনিও বানাতে পারেন। সেই কারণে আমি তাঁদের উপরে নির্ভর করি। তাঁদেরও রোজগার হয়। আবার অনেক বৃদ্ধ, বৃদ্ধা রয়েছেন যাঁরা কঠিন কাজ করতে পারেন না, তাঁদের শিখিয়ে নিয়ে কাজে লাগিয়েছি।" অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই ব্রাশ বিক্রি করতে চান তিনি । বাজারে সাধারণ ব্রাশের থেকে কম দাম রাখতে চান শুভজিৎ ।

আরও পড়ুন, Higher Secondary Exam 2023: পরীক্ষা কেন্দ্রের বাইরে 'কড়া' প্রহরা, ফোন থেকে নকলের খোঁজে পকেটে হাত পুলিশের
 

উল্লেখ্য, শুভজিৎ যে কাগজের কলম তৈরি করেছেন, আগেও তা বাজারে এসেছে । তবে তাঁর কলমের ভিতরে ঢুকিয়ে দেন ফুল, ফলের বীজ । দাবি করা হয়, কলমে প্রাণ রয়েছে । ভবিষ্যতে আরও নতুন কিছু তৈরির পরিকল্পনা রয়েছে শুভজিতের । এখানেই থেমে থাকতে চান না তিনি । টুথব্রাশের দাঁড়গুলো যাতে পরবর্তীকালে পুরো বাঁশের করা যায়, সেই নিয়ে গবেষণা চলছে । এছাড়া, ইলেক্ট্রনিক্স সামগ্রী তৈরির স্বপ্নও রয়েছে তাঁর । 

kolkataBambootoothbrush

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে