ছ'দিন পর অবশেষে নাগাল পাওয়া গেল রয়াল বেঙ্গলের। কুলতলিতে বন দফতরের কর্মীদের ঘুম পাড়ানি গুলিতে কাবু হল বাঘটি। ডোঙাজোড়ার শেখপাড়ার জঙ্গলে বাঘকে ফাঁদে ফেলার জন্য ২টি খাঁচা পাতা হয়েছিল। বন দফতর সূত্রে খবর, ২টি ঘুম পাড়ানি গুলি খেয়ে বাগে আসে রয়াল বেঙ্গলটি। রাতভর জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে বনকর্মীদের অভিযান চলে, তারপর, আজ সকালে পিয়ালি নদী থেকে দমকলকর্মীরা প্রথম জল স্প্রে করে বাঘকে সরানোর চেষ্টা করেন। তারপর জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা।
আরও পড়ুন, জাল, খাঁচা, টোপ সবই আছে, কিন্তু অধরা বাঘ, কুলতলিতে রয়্যাল বেঙ্গল রহস্য
গতকাল রাতভর বাঘের গর্জন শুনতে পেয়েছিলেন ডোঙ্গাজোড়ার বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়েছিল সকলের। রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের নাগাল পাওয়া যায়নি।
তার আগে খাঁচা বসিয়ে, জাল ফেলে, টোপ রেখেও কোনও লাভ হয়নি শেষ ছ'দিন। পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান ছিল এটি পুরুষ বাঘ। অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত ছিল বাঘটি। এটাই দুশ্চিন্তা বাড়াচ্ছিল বন দফতরের। বাঘ ধরতে, একটি বিশেষ দল নিয়ে আসা হয়।