RG Kar: লক্ষ্মীর ভাণ্ডার ফেরতের জন্য দুয়ারে সরকারে বিশেষ কাউন্টার তৈরি হোক, রাজ্যকে প্রস্তাব কুণালের

Updated : Aug 23, 2024 19:06
|
Editorji News Desk

আগেই অনিচ্ছুকদের থেকে লক্ষ্মীর ভাণ্ডার তুলে নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। এবার তাঁর একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের গলায়। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। সেখানে এই বিষয়ে রাজ্যের কাছে আর্জি জানিয়েছেন। 

কী জানিয়েছেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্জেলে লিখেছেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম নিতে চান না তাঁদের জন্য একটি বিশেষ ফর্ম প্রকাশ করুক রাজ্য সরকার। এবং দুয়ারে সরকার ক্যাম্পে ওই ফর্ম জমার একটি কাউন্টার চালু করা হোক। যেখানে সরকারি প্রকল্প থেকে নাম সরানোর জন্য নির্দিষ্ট ফর্ম জমা করার ব্যবস্থা থাকবে। 

কী লিখেছেন কুণাল ঘোষ? 
 তিনি লিখেছেন, "যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন।
আমরাও RGKor দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।"

RG কর কাণ্ড নিয়ে রাজ্যের পাশাপাশি সারা দেশ উত্তাল। দোষীদের শাস্তির দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রচার করেন, লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে লক্ষ্মীদের নিরাপত্তা দিক রাজ্য সরকার। সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কটাক্ষ করেন অনেকেই। আর সেকারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ খুললেন কুণাল ঘোষ। 

কুণালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানান, CPIM নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, মানুষের ভাবাবেগ যে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না তা একপ্রকার স্পষ্ট। এমনকি সরকারি প্রকল্প ছাড়ার যে ফর্মেপ কথা বলা হয়েছে তাতে সামন্ততান্ত্রিক মানসিকতা প্রকাশ পেয়েছে।

অন্যদিকে তৃণমূল নেতা উদয়ন গুহ সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ না খুললেও তিনি প্রকাশ্য সভা থেকে হুমকির সুরে বলেছিলেন, RG কর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যেয়ের দিকে কেউ আঙুল তুললে সেই আঙুল ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

 

Kunal Ghosh

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী