পুরভোটের মনোনয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ অমান্য দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলায় সমন্বয়ের দায়িত্ব থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) সরিয়ে দায়িত্ব দেওয়া হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে(Saokat Molla)। তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীর নির্দেশ কেন অমান্য করা হল, তা জানতে চেয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা নেতৃ্ত্বের থেকে রিপোর্টও তলব করেছে দল।
দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছিলেন, কিছু সমস্যা দেখা দিয়েছিল ঠিকই। তবে এখন সব মিটে গিয়েছে। তারপর আজ, বুধবার দেখা গেল তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন কো-অর্ডিনেটর হলেন কুণাল ঘোষ। একইসঙ্গে কো–অর্ডিনেটরের পদ পেলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা শওকত মোল্লাও। বুধবার এই কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
TMC-IPAC spat: আইপ্যাকের সঙ্গে কি বিচ্ছেদ? জবাব এড়ালেন মমতা
দলীয় সূত্রে খবর, মনোনয়নে তৃণমূল সুপ্রিমোর নির্দেশ অমান্য হয়েছিল দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলায় সমন্বয়ের দায়িত্বে ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। তাই তাঁকে সেখান থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল। বর্ধমানের কো–অর্ডিনেটরের দায়িত্ব পেলেন অরূপ বিশ্বাস।