বিরোধী জোট INDIA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আলোচনা ছাড়া একতরফা ভাবে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। অভিযোগ অধীরের। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের।
রবিবার কৃষ্ণনগরের সভা থেকে INDIA জোট নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অধীর চৌধুরী বলেন, "প্রথম প্রশ্ন হচ্ছে INDIA জোট ভাঙলেন কেন আপনি! কার ভয়ে INDIA ভেঙেছেন?"
অধীরের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "কেউ INDIA থেকে বেরোননি। এই মিথ্যা কথাগুলো অধীর বলছেন কেন? রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেন কেন? আমরা বারবার বলছি INDIA মমতার তৈরি। "