কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারে ইডি-সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের পরই টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, ‘যেভাবে কোনও ক্ষেত্রে বিচারপতির আসনের অপব্যবহার করে রাজনীতি করা হচ্ছে, বিরোধীদের অক্সিজেন দিতে নিজের উইশ লিস্ট বলা হচ্ছে, নিজেকে ব্যক্তি প্রচারে হিরো সাজানোর চেষ্টা চলছে, তাতে বিচারব্যবস্থার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। ওই চেয়ারটা ছেড়ে সরাসরি রাজনীতিতে আসুন।’ কুণালের টুইটে কারুর নাম না থাকলেও 'রাজনীতিতে আসুন' বাক্যদ্বয়ের মাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।
ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে কুন্তল ঘোষ যে চিঠি লিখেছেন, সেই সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে লেখা ওই চিঠি নিয়ে অভিষেক এবং কুন্তলকে প্রয়োজনে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে পারবে ইডি এবং সিবিআই। তারা চাইলে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডও করতে পারবে। ২৮ এপ্রিল এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে ইডি এবং সিবিআই।