NIA এর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে দিল্লির দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে চলছে ধর্না কর্মসূচি। সম্প্রতি ভূপতিনগরে NIA এর উপর হামলা প্রসঙ্গে, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, ভূপতিনগরে কীভাবে ‘অ্যাকশন’ হবে, তা নিয়ে NIA-র এসপির সঙ্গে বৈঠক করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। এবার সেই SP কেই তলব করা হল দিল্লিতে, এই সম্পর্কে তথ্য প্রকাশ করে এমনটাই দাবি কুণালের।
তবে কেন্দ্রীয় এজেন্সি NIA এই অভিযোগ উড়িয়ে দিলেও, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তলব করা হয়েছে এনআইএ-র এসপি ধনরাম সিংকে। এক্স হ্যান্ডেলে সেই তথ্য জানিয়েছেন কুণাল ঘোষ। ধনরামের বদলে পাটনা থেকে রাকেশ রোশনকে আনা হচ্ছে কলকাতায়।
Sandeshkhali News : সন্দেশখালিতে এবার 'আক্রান্ত' পুলিশ, রড, লাঠি নিয়ে ফাঁড়িতে 'হামলা', গুরুতর আহত এক পুল
স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে, কুণালের আরও দাবি এই বৈঠকের কথা যেন গোপন করা না হয়। কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগসাজশ করে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।