চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ। রাজ্যে এখনও ৩ দফার ভোট বাকি। তার আগে সপ্তম দফার ভোটের তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূলের, আর তাতেই এবার ফের ফিরল কুণাল ঘোষের নাম। এই প্রসঙ্গে তৃণমূল নেতার দাবি, তিনি দলের সৈনিক। দল যখন যে কাজ দেবে, সেই কাজ করতে তিনি প্রস্তুত।
উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছিল কুণাল ঘোষকে। ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁর নাম। তখন যদিও তৃণমূল নেতার প্রতিক্রিয়া ছিল, ভালই হল গরমে তাঁকে আর প্রচার করতে হবে না। এরপর ডেরেকের সঙ্গে বৈঠক করেন কুণাল। তাতেই কি চিড়ে ভিজল? সেই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে।