RG কর কাণ্ড নিয়ে এবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় ভাবে সামনে চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিরোধীদের চক্রান্ত ভাঙতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে প্রয়োজন।
কী লিখেছেন কুণাল ঘোষ?
তিনি লিখেছেন, বাংলা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করছে বাম এবং বিজেপি। যদিও তাদের চক্রান্ত রুখে দিতে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সামনে থেকে প্রয়োজন। পাশাপাশি ভুল শুধরে নেওয়ার কথাও ওই পোস্টে উল্লেখ করেছেন তিনি।
তিনি লেখেন, "আরজি কর: আমরাও প্রতিবাদী। দোষী/দোষীদের ফাঁসি চাই। কিন্তু তৃণমূল ও বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি করছে বামরাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয় ভাবে সামনে চাই। আমাদের কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতে হবে।’’
অন্যদিকে আর জি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নিয়েও মুখ খোলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল ছাত্রছাত্রীদের। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানোয় ভুল বার্তা গিয়েছে।
অন্যদিকে ঘটনার এক দিন পরই ঘটনাস্থলের পাশের একটি ঘর ভেঙে দেয় PWD। সেই ঘটনাটিও ভুল সিদ্ধান্ত বলে জানিয়েছেন কুণাল ঘোষ।