পদ্মভূষণ (Padma Bhushan) সম্মান দিতে চেয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) নাম ঘোষণা করেছিল কেন্দ্র। যদিও কেন্দ্রের সম্মান প্রত্য়াখ্যান করেছেন তিনি। তবে তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
বুধবার সকালেই এই নিয়ে মন্তব্য করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার তাতে বাড়তি মাত্রা যোগ করে দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "প্রশ্নটা হচ্ছে, বুদ্ধবাবুকে কেন পুরস্কার দেওয়া হল? বুদ্ধবাবু যে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, সেটা বড় কথা নয়। এর অন্যতম কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপির যেটুকু বাড়বাড়ন্ত হয়েছে, তা বামেদের ভোটের জন্যই। এটি আসলে কেন্দ্রের তরফে বামপন্থীদের বন্ধুত্বের বার্তা যে, আমরা তোমাদের নেতাকে পদ্মভূষণ দিলাম, এবার তোমরা আমাদের ভোট দাও।"
আরও পড়ুন: 'কর্মভূমি বাংলা, তাই বাংলাতেই আসছে পদ্মভূষণ', জানালেন উস্তাদ রশিদ খান
অন্যদিকে, সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের 'পদ্মশ্রী সম্মান' প্রত্যাখ্য়ানেরও প্রশংসা শোনা গেল কুণাল ঘোষের মুখে।