জন্মাষ্টমীর সকালেই সোশ্যাল মিডিয়ায় হইচই! হইচইয়ের কারণ জন্মাষ্টমী উপলক্ষে তৈরি 'আমূল'-এর নতুন একটি বিজ্ঞাপন। যার শিরোনাম 'কেষ্টা বেটাই চোর'। মূল উদ্ধৃতিটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'পূরাতন ভৃত্য কবিতাটি থেকে। কিন্তু, নেটিজেনদের মতে, এর নেপথ্যে রয়েছে আরও 'গূঢ়' কারণ! সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ডাকনামও যে 'কেষ্টা'! এবার, সেই চর্চাতেই আরও ঘি ঢাললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 'আমূল'-এর এই বিজ্ঞাপনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের বিকৃতি করা হয়েছে বলে মন্তব্য করলেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, ‘গুজরাটের সংস্থা একটি বিজ্ঞাপন দিয়েছে। আমি কারও পক্ষে বলছি না, সমালোচনাও করছি না। কিন্তু এই বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের চরিত্র, রবীন্দ্রনাথের কাজকে বিকৃত করা হয়েছে। কুণালের কথায়, যাঁরা এই বিজ্ঞাপন তৈরি করেছেন, তাঁরা, তাঁরা না জানেন বাংলা, না জানেন বাংলার মাটি, না পড়েছেন রবীন্দ্রনাথ।’
তৃণমূল নেতার মতে, কবিতার আসল মানে না বুঝেই ‘কেষ্টা বেটাই চোর’ লাইনটি ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন তিনি।