সোমবার থেকে শুরু হচ্ছে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি । তার আগেই প্রথম ‘দিদির দূত’ হিসেবে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) । নন্দীগ্রাম-১ ব্লকের পার্টি অফিসে সারারাত কাটালেন দলীয় কর্মীদের সঙ্গে । সারলেন জনসংযোগ কর্মসূচিও । চায়ের দোকান চলল দেদার আড্ডা । আর রাতে রুটি, আলুরদম আর নতুন গুড়ের মিষ্টি দিয়ে জমে উঠল খাওয়া-দাওয়া । কুণাল ঘোষের (Kunal Ghosh in Nandigram) হাত ধরে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি একপ্রকার শুরু হয়ে গেল বলা চলে ।
শুক্রবার প্রথমে খেজুরিতে জনসংযোগ কর্মসূচি ছিল কুণাল ঘোষের । সেখান থেকে নন্দীগ্রামে পৌঁছন তিনি । জনসংযোগ কর্মসূচি সারেন । দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন । আজ, শনিবারও দিনভর কর্মসূচি রয়েছে । এদিন, ভোরে শহিদ বেদীতে মাল্যদান করেছেন কুণাল-সহ স্থানীয় নেতারা । সেখান থেকে পরবর্তী গন্তব্যস্থান হলদিয়া । সেখানে একটি কর্মসূচি রয়েছে তাঁর ।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’(Didike Bolo), ‘বাংলার গর্ব মমতা’(Banglar Gorbo Mamata) নামে দুটি কর্মসূচি ঘোষণার করে রাজ্যের শাসক দল তৃণমূল(TMC on Didir Rakshakabach)। মূলত জনসংযোগের হাতিয়ার হিসেবে এই দুটি কর্মসূচিকেই বেছে নেওয়া হয়। সেই পথে হেঁটে এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল তাদের নয়া কর্মসূচি 'দিদির সুরক্ষা কবচ' এনেছে এবার । শাসকদলের (TMC on Swasthya Sathi) স্বাস্থ্য় সাথী-সহ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে নিবিড় প্রচারের জন্যই এই নয়া কর্মসূচি গ্রহণ করেছে দল।