নির্দিষ্ট কিছু নাম বলানোর চেষ্টা করছে ইডি। বৃহস্পতিবার আদালত চত্বরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এভাবেই সোচ্চার হলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ। এদিন ব্যাঙ্কশাল কোর্টে প্রবেশের মুখে কুন্তল জানান, এজেন্সি ভয় দেখিয়ে তৃণমূল নেতাদের নাম বলানোর চেষ্টা করছে। তবে নির্দিষ্ট কোনও নেতার নাম তিনি এদিন করেননি।
উল্লেখ্য, বুধবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ-মদন মিত্রের প্রসঙ্গ টেনে তিনি জানান, তাঁদের বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেই জেল থেকে মুক্তি দেওয়া হবে। অভিষেকের এই বক্তব্যের পরদিনই কুন্তলের এই বক্তব্যে অন্য মানে খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- World Cup 2023 : বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে ? প্রকাশ্যে সেমিফাইনালেরও সম্ভাব্য ভেন্যু