জেলের মধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি পাচ্ছেন কুন্তল ঘোষ। বহিষ্কৃত এই তৃণমূল নেতার আইনজীবীর অভিযোগ, লক আপের মধ্যে তাঁর মক্কেলকে লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয় কুন্তলকে। এদিন বিচারপতির কাছে কুন্তলের আইনজীবীর অভিযোগ, কয়েকজন অচেনা ব্যক্তি তাঁর মক্কেল কুন্তল ঘোষকে জেলের মধ্যে প্রাণে মারার হুমকি দিয়েছেন। যদিও আদালতের তরফে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেই খবর।
এদিন আদালতে নামার মুখেই আংটিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন কুন্তল ঘোষ। বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের কুন্তল দু’হাত তুলে দেখান, ‘‘হাতে আংটি নেই, ঘামাচি আছে।" যদিও তাঁর এই কথার কোনও ব্যাখ্যা দিতে চাননি কুন্তল ঘোষ।
প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশ ব্লকে থাকেন কুন্তল এবং পার্থ। জেল সূত্রে খবর, এই ব্লক সাধারণত ভিআইপি বন্দিদের জন্য পরিচিত। তবে বৃহস্পতিবার কুন্তলের এই প্রশ্নে পার্থর জন্য বিশেষ ব্যবস্থাকেও কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।