টেট দুর্নীতি কাণ্ডে ইডির হাতে নয়া তথ্য। আদালতে জমা দেওয়া চার্জশিট বলছে, মানিকের রাগ ভাঙাতে তাপস মণ্ডলকে ৪ লক্ষ টাকা দেন কুন্তল। কুন্তলের থেকে ওই ৪ লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন তাপস। এমনটাই দাবি করা হয়েছে ইডির চার্জশিটে।
জানা গিয়েছে, তারকেশ্বরের ডিএলএড কলেজে ছাত্রভর্তির টাকা নিয়ে কুন্তলকে ক্রমাগত চাপ দিতেন মানিক। টাকা না পেলে কলেজ উঠিয়ে দেওয়ারও হুমকি দেন মানিক ভট্টাচার্য। মূলত ছাত্রভর্তির পুরো টাকাটাই যাতে নিজে কুক্ষিগত করতে পারেন, তার সমস্ত ব্যবস্থা পাকা করেছিলেন মানিক। ইডিকে এমনটাই জানান কুন্তল ঘোষ। তবে মানিকের ক্ষোভ সামাল দিতে কুন্তল সামনে এগিয়ে দেন তাপস মণ্ডলকে। এমনকি, মানিকের সঙ্গে দূরত্ব মেটাতে তাপসকে ৪ লক্ষ টাকাও দেন বলাগড়ের বহিস্কৃত যুব তৃণমূল নেতা।
আরও পড়ুন- Gold Price Today: বুধেও আগুন সোনা, পয়লা বৈশাখের আগে সোনা-রুপোর দর কত?