অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই কুন্তল ঘোষের। সিবিআই জেরায় এমনই দাবি করেছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ।
কুন্তল অভিযোগ করেন, সিবিআই তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য 'চাপ' দিচ্ছেন। গত বুধবার কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, সেদিন সিবিআইয়ের প্রশ্নে এই উত্তর জানিয়েছেন কুন্তল। শনিবার নিজাম প্যালেসে অভিষেকও জানান, তিনি কুন্তলকে চেনেন না।
রাজ্য শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন তিনি। কুন্তল দাবি করেন, ইডি-সিবিআই তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় চিটি পাঠান। এই মামলায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ পাননি অভিষেক। সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। শীর্ষ আদালতও সেই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি।