এবার আংটি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের কুন্তল দু’হাত তুলে দেখান, ‘‘হাতে আংটি নেই, ঘামাচি আছে।" যদিও তাঁর এই কথার কোনও ব্যাখ্যা দিতে চাননি কুন্তল ঘোষ। বুধবার দুপুরে পার্থের আংটি কাণ্ডের পর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুন্তল ঘোষ।
জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি নিয়ে শোরগোল পড়ে যায় ভার্চুয়াল শুনানিতে। নিয়মবিরুদ্ধ পদ্ধতিতে তিনি কীভাবে এই ঘটনা ঘটালেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশ ব্লকে থাকেন কুন্তল এবং পার্থ। জেল সূত্রে খবর, এই ব্লক সাধারণত ভিআইপি বন্দিদের জন্য পরিচিত। তবে বৃহস্পতিবার কুন্তলের এই প্রশ্নে পার্থর জন্য বিশেষ ব্যবস্থাকেও কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।