ফের পথে আদিবাসী কুড়মি সমাজ। ফের পুরুলিয়ার কুস্তাউর এবং ক্ষেমাশুলিতে রেল রোকোর ডাক দিলেন কুড়মিরা। এর জেরে সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা। কুড়মিদের দাবি, অবিলম্বে তাঁদের তফশিলি উপজাতির তালিকাভুক্ত করতে হবে। আদিবাসী সম্প্রদায়ের এই অবরোধের জেরে ইতিমধ্যেই খড়্গপুর শাখায় মোট ৪৮টি ট্রেন বাতিল হয়েছে। বেশকিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। কুড়মিদের দাবি, গত বছরের সেপ্টেম্বরে টানা চারদিনের আন্দোলনের পর সরকারি আশ্বাস মিলেছিল। কিন্তু সেই আশ্বাস আর বাস্তবে পরিণত হয়নি বলে অভিযোগ তাঁদের। তাই তাঁরা ফের অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিলেন।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেও এই একই দাবিতে ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর-পুরুলিয়ার একাধিক জায়গায় রেল রোকো-রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সম্প্রদায়ের মানুষ। টানা চারদিনের সেই আন্দোলনে প্রবল সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। ফের একবার তাঁদের দাবিদাওয়া নিয়ে পথে নামলেন কুড়মিরা।
আরও পড়ুন- Train Cancelled: কুড়মিদের রেল অবরোধ, বুধবার দক্ষিণ পূর্ব রেলে ৪৮টি ট্রেন বাতিল