রবিবারের পর সোমবারও কুড়মি সমাজের বিক্ষোভ অব্যাহত । কুড়মি নেতা রাজেশ মাহাতো-র গ্রেফতারির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে আদিবাসী কুড়মি সমাজ । পুরুলিয়াতেও একই ছবি ।
সপ্তাহের প্রথম দিন পুরুলিয়া (Purulia) ২নম্বর ব্লকের দুমদুমী গ্রামের গ্রাম থান থেকে পুজো দিয়ে মিছিল শুরু হয় । প্রায় এক হাজার মহিলা,পুরুষ হাতে ব্যানার প্লে-কার্ড নিয়ে মিছিলে পা মেলান । প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন তাঁরা । এরপর চুনারডি গ্রামের বাগানে সভা করে মিছিল শেষ হয় । আন্দোলকারীদের দাবি, অবিলম্বে আদিবাসী কুড়মি শিক্ষক নেতা রাজেশ মাহাতোকে মুক্তি দিতে হবে ।
তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলছেন অভিষেকের উপর হামলার সঙ্গে কুড়মি নেতারা যুক্ত নন, সেখানে অভিষেক অন্য কথা বলছেন। অন্যদিকে মন্ত্রী বীরবাহা হাঁসদা সরাসরি অভিযোগ করছেন কুড়মি নেতাদের দিকে। পাশাপাশি তাঁদের বক্তব্য, কুড়মিদের আন্দোলনের পাশে কোনও দলই দাঁড়ায়নি। তাই তাঁরা কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করছেন না ।