জুলাই মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই। ফলে সমস্যায় পড়েছেন বাঁকুড়া জেলার প্রায় কয়েক লাখ আমন ধান চাষী। সম্প্রতি কৃষি দফতরের হিসেব অনুযায়ী প্রায় ৬০ শতাংশ বৃষ্টি কম হয়েছে বাঁকুড়া জেলায়। ফলে জুলাই মাসের শেষেও মাত্র ৩ শতাংশ জমিতে আমন ধানের বীজ বপন করা হয়েছে। আর এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন আমন চাষীরা।
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, জুন ও জুলাই মাস মিলিয়ে বাঁকুড়া জেলায় সাধারণত গড় বৃষ্টিপাত হয় ৫৪৬ মিলিমিটার। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই গড় বৃষ্টি হয় ৩১৯ মিলিমিটার। এবছর জুন ও জুলাই মিলিয়ে মাত্র ২১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারমধ্যে শুধুমাত্র জুলাই মাসে বৃষ্টি হয়েছে মাত্র ১০১ মিলিমিটার। অর্থাৎ বর্ষার দুমাস মিলিয়ে জেলায় বৃষ্টির ঘাটতি প্রায় ৬০ শতাংশ।
কৃষি দফতর চলতি বছর জেলায় আউশ ও আমন মিলিয়ে খারিফ চাষের লক্ষমাত্রা স্থির করেছে ৩ লাখ ৩৯ হাজার হেক্টর। এর মধ্যে মাত্র ১০ হাজার হেক্টর জমিতে ধান রোপনের কাজ হয়েছে। অর্থাৎ জুলাই এর ২০ তারিখ পর্যন্ত মোট লক্ষমাত্রার মাত্র ৩ শতাংশ জমিতে ধান রোপন সম্ভব হয়েছে।