নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে ধরপাকড় জারি রয়েছে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের ঘটনায় গ্রেফতার হয় দুই বিজেপি কর্মী রাজকুমার মাইতি ও বিকাশ ঘোষ। বৃহস্পতিবার গ্রেফতার করা ওই দুই যুবককে। শনিবার ফের তিনজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার মোট ৯ বিজেপি কর্মী।
জানা গিয়েছে, দমদমের বাসিন্দা রাজকুমার পেশায় শিক্ষক। ঘটনার পর চুল, দাড়ি, গোঁফ কামিয়ে পূর্ব মেদিনীপুরে পালিয়ে যান। কিন্তু পুলিশের উপর হামলার ছবি ততক্ষণে ভাইরাল। সেই ছবি ধরে খোঁজ চালাতেই পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি দমদমের বাসিন্দা। সেখানে গিয়ে খোঁজখবরের পর এগরা থেকে গ্রেফতার করা হয় রাজকুমারকে।
আরও পড়ুন- Partha Chatterjee: 'আমি ষড়যন্ত্রের শিকার', আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের
অন্যদিকে, বিজেপি কর্মী বিকাশ ঘোষও দক্ষিণ কলকাতার বাসিন্দা। পুলিশের হাত থেকে বাঁচতে চুল-দাড়ি কেটে ফেলেন। তারপর পালিয়ে যান দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। কিন্তু এক্ষেত্রেও শেষরক্ষা হল না। ভাইরাল ছবির সূত্র ধরেই ধরা পড়ে যান পুলিশের উপর হামলা চালানো এই বিজেপি কর্মী। বৃহস্পতিবার বিকাশকেও কুলতলি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, কলকাতা পুলিশ এলাকায় দায়ের হওয়া ছ’টি মামলায় প্রায় ৫০ জনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ আধিকারিককে মারধর এবং পুলিশের গাড়ি জ্বালানোর ঘটনায় ইতিমধ্যেই ২৩ জনকে গ্রেফতার করেছে লালবাজার।